নেই…এটি একটি উপন্যাস
এ লেখাটি কেউ যখন পড়তে শুরু করবে প্রথমেই তার মনে হবে আমার কোনো বক্তব্য পেশ করছি। অথচ এটি একটি পূর্নাঙ্গ উপন্যাস। এখানে উপন্যাসের আবহ তৈরি করতে গিয়ে অনেকটা ভূমিকা টানতে হয়েছে। তারপর কাহিনির সূত্রপাত ঘটেছে। উপন্যাসের কাঠামো গড়ে উঠেছে একটি ডায়েরীকে ঘিরে। এই ডায়েরীতে লুকিয়ে আছে বড় ধরনের জীবন দর্শন। মানুষ জীবন গড়ে সহবস্হানে,সম্পর্কে,সহনশীলতায়,ত্যাগে ও তৃপ্তিতে। প্রতিটি মানুষ বৈচিত্রে ও ব্যাক্তিত্বে আলাদা পৃথক ক্ষেত্রের উপর দাঁড়িয়েও মহান ঐক্যে যুক্ত। তার সঞ্চিত অভিজ্ঞতা,চিন্তা শারীরিক গঠন প্রভৃতি বিনা প্রচেষ্টায় পেয়েও কি অসহায়ভাবে পরাধীন। মনে মনে ভাবে বিশ্বাস,আস্হা ভালবাসা কতটকু সত্য? কিংবা সত্য নয়। তবুওতো মানুষকে গন্ডিবদ্ধ ঘেরাটোপেই ফিরে আসতে হয়। বিশ্বাস আস্হায় ফিরে আসে মানুষ। আসে ভালোবাসার কাছাকাছি।
Julfia Islam