সেকালে বরযাত্রা করে যাবার আগে চকবাজারে চক্কর দেবার রেওয়াজ ছিল। তখন শহরের খোশবাসী মানুষেরা শরবতের দোকানে আড্ডা জমাতো হুঁকা আর ফরসি টানার জন্য।বরের গাড়ি দেখলেই তারা সজাগ হয়ে জিজ্ঞেস করতো ” কার শাদী”? তখন বরের গাড়ির সামনে ঘোড়ায় বসা মাতবর একজন হাঁকতো অমুকের বেটা তমুকের বেটি। ” কয় চক্কর”? উত্তরে বিজোড় সংখ্যায় তিন,পাঁচ,সাত। অর্থাৎ বরের অবস্থান ভেদে
চক্করের সংখ্যা বলতো পাড়ার সর্দার।সে সময় রেডিও, টেলিভিশন ও পত্রিকা ছিল না।অতএব, চকে চক্কর দেয়ার উদ্দেশ্য ছিল বিয়ের খবরটা শহরকে জানানো।@Julfia Islam