চকবাজারের চক্কর

সেকালে বরযাত্রা করে যাবার আগে চকবাজারে চক্কর দেবার রেওয়াজ ছিল। তখন শহরের খোশবাসী মানুষেরা শরবতের দোকানে আড্ডা জমাতো হুঁকা আর ফরসি টানার জন্য।বরের গাড়ি দেখলেই তারা সজাগ হয়ে জিজ্ঞেস করতো ” কার শাদী”? তখন বরের গাড়ির সামনে ঘোড়ায় বসা মাতবর একজন হাঁকতো অমুকের বেটা তমুকের বেটি। ” কয় চক্কর”? উত্তরে বিজোড় সংখ্যায় তিন,পাঁচ,সাত। অর্থাৎ বরের অবস্থান ভেদে
চক্করের সংখ্যা বলতো পাড়ার সর্দার।সে সময় রেডিও, টেলিভিশন ও পত্রিকা ছিল না।অতএব, চকে চক্কর দেয়ার উদ্দেশ্য ছিল বিয়ের খবরটা শহরকে জানানো।@Julfia Islam

Share:

Leave a Comment

Your email address will not be published.

0

TOP

X