এই সম্পন্ন সংগ্রহে আছে ধানের শিষের ওপর শিশিরবিন্দুর মতো সৌন্দর্যমন্ডিত কিছু গল্প, আছে অন্ধকারে বিদ্যুচ্চমকের মতো ঘটনাসঞ্চারি গল্প, আছে মন খারাপ করে দেয়ার মতো দৃশ্যকাব্য, মন ভালো করে দেয়ার মতো উপাদান। জীবনে রয়েছে নানা গল্প তার কিছু লেখা হয়, কিছু নয় না। লেখক যেমন লেখা গল্পগুলোকে নতুন করে লিখেছেন, তেমনি এমন কিছু গল্প উপহার দিয়েছেন যা পড়ে পাঠকের মনে হবে- সত্যি, জীবন এমনও হয়?
Great content! Keep up the good work!