অনেক শিক্ষার্থী আছে যারা লেখাপড়ায় খুব ভালো কিন্তু অমনোযোগিতার কারণে ভালো ফল লাভে ব্যর্থ হয়। এদের জন্য বইটি মূল্যবান নির্দেশিকা হিসেবে কাজ করবে। মনোযোগ বা মেমোরি পাওয়ার বাড়ানোর বিজ্ঞানসম্মত কিছূ কৌশল রয়েছে। এসব জানা থাকলে বিক্ষিপ্ত মনকে শান্ত করে পড়ার টেবিলকে আনন্দময় স্থান হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। এই বইটি মূলত স্কুল কলেজের ছাত্র/ছাত্রী এবং অমনোযাগী সন্তানদের অভিভাবকদের উদ্দেশে লেখা।