মানচিত্রে শেখ রাসেল

“জুই প্রকাশন”একটি সৃজনশীল প্রকাশনা,যাত্রা শুরু করেছে কেবলই।অগ্রযাত্রায় আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী হয়েই।
আসছে বইমেলায় ছোটদের গল্প নিয়ে,”মানচিত্রে শেখ রাসেল”।
সারসংক্ষেপ:রাসেল এখন খুব একা।সে পায়ে চলা মেঠো পথে হেঁটে বেড়ায় গাছগাছালির কাছাকাছি। একা থাকাটা ওর ছোটবেলা থেকেই খুব পছন্দের। খেজুর গাছের পাতা নিয়ে ও খেলা করে।গাছের পাতায় হাত বুলিয়ে দেখতে ওর খুব ভালো লাগে।শীত মৌসুমে শিশির বিন্দু কচুর পাতায় টুলটুল করে।তার দেখতে খুব ভালো লাগে।উপর দিকে তাকাতেই পাতা থেকে শিশির বিন্দু ঝরে ঝরে পড়ে কপালে।পথের ধারে টিনের বাড়ি।কী সুন্দর রোদ পড়ে টিনের চালে।আলোর প্রতিফলন ঠিক যেন শাণিত তরবারি। তারই ফাঁকে গাছগুলো সবসময় যেন হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে।এসব রাসেল উপভোগ করে,দেখতে ভালোবাসে।ঘুঘু পাখি দেখলেই আজকাল রাসেল বড্ড অবাক হয়ে তাকিয়ে থাকে।ডানার নিচে কী সুন্দর গয়না আঁকা…(চলবে…”মানচিত্রে শেখ রাসেল”প্রচ্ছদ শিল্পী-ধ্রুব এষ।
জুলফিয়া ইসলাম(জুই প্রকাশন,বইমেলা ২০২০) প্রসঙ্গত,একুশ বছরে আমার নিজের লেখা মোট ৫১ টি বই হয়েছে বিদ্যাপ্রকাশ সহ আরো অন্যান্য প্রকাশনী থেকে।

Share:

Leave a Comment

Your email address will not be published.

0

TOP

X