ইসলাম ধর্মের প্রথম বাণী–পড়ো, তোমার প্রভুর নামে-
যা পবিত্র কুরআনে বিধৃত হয়েছে। আজ থেকে চৌদ্দশতবৎসর পূর্বে মক্কার হেরা পর্বতের গুহায় ধ্যানরত বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে, সৃষ্টিকর্তার দৈববাণী নিয়ে উপস্হিত হয়েছিলেন জিব্রাইল দূত। এই মহামানবই সর্বশ্রেষ্ঠ,মহাজ্ঞানী,মহামানুষ হিসাবে পৃথিবীর সকল ধর্মের অনুসারীরা গ্রহণ করেছেন। সুতরাং পড়ো,জ্ঞানার্জন করো,ভাষা শেখো। কেননা ভাষা সমৃদ্ধ না হলে ভাব গভীর হবে না। ভাষাহীন ভাবনা হয় না।
পবিত্র জুম্মাবার।
Julfia Islam
