“উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে” ( গবেষণামূলক প্রবন্ধের কিয়দংশ)

“উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে” ( গবেষণামূলক প্রবন্ধের কিয়দংশ)
ঢাকার নবাবের দিন চলে যাবার সঙ্গে সঙ্গে কুট্টিদের খাতির ইজ্জত সবই চলে যায়।যায় না শুধু ঢাকার আদিবাসিন্দা হিসাবে আত্মগৌরব আর আত্মসম্ভ্রম।রসিক বলে তাদের যেমন খ্যাতি আছে।আবার ধূর্ত বলে দুর্নামও আছে।তবে এদের একটি সরলতার দিকও ছিলো একসময়। এটি ছিলো একটি সহজ সমাধান।বউ থাকাকালীন কেউ যদি পরনারীর কাছে যেতো। এটার কোনো বিচার বা সালিশ হতো না।একমাত্র শাস্তি ছিলো “বউ তালাক দেয়া”এই ছিলো কুট্টিদের সহজ সমাধান।
Julfia Islam
জুই প্রকাশন

Share:

Leave a Comment

Your email address will not be published.

0

TOP

X