এই বৈরী পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সহজ নয়। জীবনের পথ নয় পুষ্পশোভিত। সমস্যাসংকুল জীবনের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হয় প্রতি নিয়ত। স্বভাবের দোষক্রুটি পরিহার করে কিছু গুণাবলি অর্জনের মাধ্যমে আমরা জীবনকে সহজ করে তুলতে পারি। উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে এবং জীবনের সর্বক্ষেত্রে বাস্তব বুদ্ধির প্রকাশ ঘটিয়ে কীভাবে জীবনের বুন্ধুর পথ পাড়ি দিতে পারি- তারই গাইড লাইন আছে বইটিতে।